صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ
113 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، وَابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، وَعَبْدُ الْوَهَّابِ بْنِ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيُّ قَالُوا: حَدَّثَنَا عَوْفٌ، عَنْ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَدَعَا فُلَانًا وَدَعَا عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، فَقَالَ: «اذْهَبَا فَابْغِيَا لَنَا الْمَاءَ» فَانْطَلَقَا فَلَقِيَا امْرَأَةً بَيْنَ سَطِيحَتَيْنِ أَوْ بَيْنَ مَزَادَتَيْنِ عَلَى بَعِيرٍ، فَقَالَا لَهَا: أَيْنَ الْمَاءُ؟ قَالَتْ: عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ، وَنَفَرُنَا خُلُوفٌ، فَقَالَ لَهَا: انْطَلِقِي، فَقَالَتْ: أَيْنَ؟ قَالَا لَهَا: إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: هَذَا الَّذِي يُقَالَ لَهُ الصَّابِئُ؟ قَالَا لَهَا: هُوَ الَّذِي تَعْنِينَ، فَانْطَلَقَا فَجَاءَا بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَدَّثَاهُ الْحَدِيثَ، فَقَالَ: «اسْتَنْزِلُوهَا مِنْ بَعِيرِهَا» ، وَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ فَجَعَلَ فِيهِ أَفْوَاهَ الْمَزَادَتَيْنِ أَوِ السَّطِيحَتَيْنِ قَالَا: ثُمَّ مَضْمَضَ ثُمَّ أَعَادَهُ فِي أَفْوَاهِ الْمَزَادَتَيْنِ أَوِ السَّطِيحَتَيْنِ، ثُمَّ أَطْلَقَ أَفْوَاهَهُمَا، ثُمَّ نُودِيَ فِي النَّاسِ أَنِ اسْقُوا وَاسْتَقُوا وَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ
অনুবাদঃ ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তিনি (নবী সাঃ) অমুক ব্যক্তিকে ডাকলেন এবং আলী ইবনু আবী তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কেও ডাকলেন, অতঃপর বললেন: "তোমরা দু'জন যাও এবং আমাদের জন্য পানির খোঁজ করো।" তারা দুজন গেলেন এবং একটি উটের ওপর দুটি চামড়ার পাত্র অথবা দুটি মশক বহনকারী এক মহিলার দেখা পেলেন। তারা তাকে জিজ্ঞেস করলেন: পানি কোথায়? সে বলল: আমার পানির শেষ সন্ধান গতকাল এই সময়ে ছিল, আর আমাদের লোকজনেরা পেছনে রয়ে গেছে। তারা তাকে বললেন: চলো। সে বলল: কোথায়? তারা বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে বলল: ইনিই কি সেই ব্যক্তি, যাকে 'সাবেয়ী' (ধর্মত্যাগী) বলা হয়? তারা দুজন তাকে বললেন: তুমি যার কথা বলছো, ইনিই সেই ব্যক্তি। অতঃপর তারা দুজন তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং ঘটনাটি তাঁকে জানালেন। তিনি বললেন: "তাকে তার উট থেকে নামাও।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র চাইলেন, অতঃপর তাতে দুটি মশকের বা দুটি চামড়ার পাত্রের মুখ রাখলেন (অর্থাৎ সামান্য পানি ঢাললেন)। বর্ণনাকারী বলেন: এরপর তিনি কুলি করলেন, অতঃপর তা আবার দুটি মশকের বা দুটি চামড়ার পাত্রের মুখে ঢেলে দিলেন। এরপর তিনি সেগুলোর মুখ খুলে দিলেন। অতঃপর মানুষের মধ্যে ঘোষণা দেওয়া হলো যে, তোমরা নিজেরা পান করো এবং পানীয় সংগ্রহ করো। বর্ণনাকারী এরপর পুরো হাদিসটি উল্লেখ করলেন।