الحديث


صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ





صحيح ابن خزيمة (1)


1 - حَدَّثَنَا أَبُو يَعْقُوبَ يُوسُفُ بْنُ وَاضِحٍ الْهَاشِمِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ قَالَ: قُلْتُ: - يَعْنِي - لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، إِنَّ أَقْوَامًا يَزْعُمُونَ أَنْ لَيْسَ قَدَرٌ قَالَ: هَلْ عِنْدَنَا مِنْهُمْ أَحَدٌ؟ قُلْتُ: لَا قَالَ: فَأَبْلِغْهُمْ عَنِّي إِذَا لَقِيتَهُمْ أَنَّ ابْنَ عُمَرَ يَبْرَأُ إِلَى اللَّهِ مِنْكُمْ، وَأَنْتُمْ بُرَآءُ مِنْهُ، ثُمَّ قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ، إِذْ جَاءَ رَجُلٌ لَيْسَ عَلَيْهِ سَحْنَاءُ سَفَرٍ، وَلَيْسَ مِنْ أَهْلِ الْبَلَدِ يَتَخَطَّى حَتَّى وَرَدَ، فَجَلَسَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا مُحَمَّدُ مَا الْإِسْلَامُ؟ قَالَ: «الْإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَأَنْ تُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَحُجَّ الْبَيْتَ وَتَعْتَمِرَ، وَتَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ، وَأَنْ تُتِمَّ الْوُضُوءَ، وَتَصُومَ رَمَضَانَ» . قَالَ: فَإِذَا فَعَلْتُ ذَلِكَ فَأَنَا مُسْلِمٌ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: صَدَقْتَ «وَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ فِي السُّؤَالِ عَنِ الْإِيمَانِ وَالْإِحْسَانِ وَالسَّاعَةِ»




অনুবাদঃ ইয়াহইয়া ইবনু ইয়া‘মার (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উমারকে (রাদিয়াল্লাহু আনহুমা) বললাম, হে আবূ আবদুর রহমান! কিছু লোক দাবি করে যে, কদর (তকদীর) বলতে কিছু নেই। তিনি বললেন, তাদের কেউ কি আমাদের সাথে এখানে আছে? আমি বললাম, নেই। তিনি বললেন, তাহলে তুমি তাদের সাথে সাক্ষাত করলে আমার পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিও যে, ইবনু উমার তাদের থেকে এবং তারা ইবনু উমার থেকে মুক্ত। অতঃপর তিনি বলেন, আমার কাছে উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) বর্ণনা করেছেন।

তিনি (উমার রাদিয়াল্লাহু আনহু) বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু লোকের সাথে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলেন, যার গায়ে সফরের কোনো চিহ্ন ছিল না এবং তিনি এ এলাকার লোকও ছিলেন না। তিনি ভিড় ঠেলে সামনে অগ্রসর হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন।

তিনি বললেন, হে মুহাম্মাদ! ইসলাম কী?

তিনি বললেন: “ইসলাম হলো: তুমি সাক্ষ্য দেবে যে, আল্লাহ্ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল; সালাত প্রতিষ্ঠা করবে; যাকাত দেবে; বাইতুল্লাহর হজ্জ ও উমরাহ্ করবে; জানাবাত (বড় অপবিত্রতা) থেকে গোসল করবে; পরিপূর্ণভাবে উযূ করবে এবং রামাদান মাসে সওম (রোযা) পালন করবে।”

তিনি বললেন, যদি আমি তা করি, তবে কি আমি মুসলিম হবো?

তিনি বললেন: “হ্যাঁ।”

লোকটি বললেন, আপনি সত্য বলেছেন।

(এবং বর্ণনাকারী ঈমান, ইহসান ও কিয়ামত সম্পর্কে প্রশ্ন সংক্রান্ত হাদীসটি পূর্ণরূপে বর্ণনা করেছেন।)