الحديث


صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ





صحيح ابن خزيمة (138)


138 - نا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَاهِبِيُّ، نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قُلْتُ: تَوَضَّأَ ابْنُ عُمَرَ لِكُلِّ صَلَاةٍ طَاهِرًا أَوْ غَيْرَ طَاهِرٍ عَمَّنْ ذَاكَ؟ قَالَ: حَدَّثَتْهُ أَسْمَاءُ بِنْتُ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ حَنْظَلَةَ بْنِ أَبِي عَامِرٍ حَدَّثَهَا، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَمَرَ بِالْوَضُوءِ لِكُلِّ صَلَاةٍ طَاهِرًا كَانَ أَوْ غَيْرَ طَاهِرٍ، فَلَمَّا شَقَّ ذَلِكَ عَلَيْهِ أَمَرَ بِالسِّوَاكِ لِكُلِّ صَلَاةٍ ". فَكَانَ ابْنُ عُمَرَ يَرَى أَنَّ بِهِ قُوَّةً عَلَى ذَلِكَ فَكَانَ لَا يَدَعُ الْوُضُوءَ لِكُلِّ صَلَاةٍ



[تحقيق] 138 - قال الألباني: صرح ابن اسحق بالتحديث عند أحمد والحاكم فالسند حسن




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি জিজ্ঞেস করলাম: পবিত্র বা অপবিত্র যাই থাকুন না কেন, ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) কি প্রত্যেক সালাতের জন্য ওযু করতেন? আর তিনি কার কাছ থেকে এ জেনেছিলেন? তিনি বললেন: আসমা বিনতু যায়িদ ইবনু খাত্তাব তাকে জানিয়েছেন যে, আব্দুল্লাহ ইবনু হানযালাহ ইবনু আবি আমির (রাদিয়াল্লাহু আনহু) তাকে বলেছেন,

"আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সালাতের জন্য ওযুর নির্দেশ দিয়েছিলেন, চাই সে পবিত্র থাকুক বা অপবিত্র। অতঃপর যখন তা (উম্মতের জন্য) কষ্টকর হলো, তখন তিনি প্রত্যেক সালাতের জন্য মিসওয়াক করার নির্দেশ দিলেন।"

ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) মনে করতেন যে তাঁর (ঐ বিধান পালনের) শক্তি রয়েছে, তাই তিনি প্রতি সালাতের জন্য ওযু করা পরিত্যাগ করতেন না।