صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ
148 - نا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، نا ابْنُ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَرَفَ غَرْفَةً فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى، وَغَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى، وَغَرَفَ غَرْفَةً فَمَسَحَ رَأْسَهُ وَبَاطِنَ أُذُنَيْهِ وَظَاهِرَهُمَا وَأَدْخَلَ أُصْبُعَيْهِ فِيهِمَا، وَغَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى، وَغَرَفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُسْرَى»
[تحقيق] 148 - قال الأعظمي: إسناده حسن
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উযু করতে দেখলাম। তিনি এক অঞ্জলি পানি নিলেন, অতঃপর তা দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন (ইস্তিনশাক করলেন)। এরপর তিনি এক অঞ্জলি পানি নিলেন এবং তাঁর মুখমণ্ডল ধুলেন। অতঃপর তিনি এক অঞ্জলি পানি নিলেন এবং তাঁর ডান হাত ধুলেন, আর এক অঞ্জলি পানি নিলেন এবং তাঁর বাম হাত ধুলেন। আর এক অঞ্জলি পানি নিয়ে তিনি তাঁর মাথা মাসাহ করলেন এবং তাঁর দুই কানের ভেতরের দিক ও বাইরের দিক মাসাহ করলেন এবং তাঁর উভয় আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করালেন। আর এক অঞ্জলি পানি নিয়ে তাঁর ডান পা ধুলেন এবং এক অঞ্জলি পানি নিয়ে তাঁর বাম পা ধুলেন।