الحديث


صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ





صحيح ابن خزيمة (184)


184 - نا أَبُو عَمْرٍو عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءِ بْنِ عَنْبَرٍ السَّدُوسِيُّ، نا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ مَالِكٍ، وَهُوَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: إِنَّكُمْ تَفْعَلُونَ ذَلِكَ، فَاجْتَمَعَْا عِنْدَ عُمَرَ فَقَالَ سَعْدٌ لِعُمَرَ: أَفْتِ ابْنَ أَخِي فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ، فَقَالَ عُمَرُ: «كُنَا وَنَحْنُ مَعَ نَبِيِّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَمْسَحُ عَلَى خِفَافِنَا لَا نَرَى بِذَلِكَ بَأْسًا» ، فَقَالَ ابْنُ عُمَرَ: وَلَوْ جَاءَ مِنَ الْغَائِطِ؟ قَالَ: «نَعَمْ»



[تحقيق] 184 - قال الألباني: إسناده صحيح




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি সা'দ ইবনে মালিককে (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর মোজার (খুফফাইন) উপর মাসাহ করতে দেখলেন। ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: আপনারা কি এমনটা করেন? এরপর তাঁরা দু'জন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট একত্রিত হলেন। তখন সা'দ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললেন: আমার ভাতিজাকে মোজার উপর মাসাহ করার বিষয়ে ফতোয়া দিন। উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে থাকাকালীন আমাদের মোজাগুলোর উপর মাসাহ করতাম এবং এতে আমরা কোনো সমস্যা দেখতাম না।" ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: এমনকি যদি কেউ পায়খানা (প্রাকৃতিক প্রয়োজন) থেকে আসে তবুও? তিনি বললেন: "হ্যাঁ।"