الحديث


صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ





صحيح ابن خزيمة (227)


227 - نا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، نا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، نا هِشَامُ بْنُ حَسَّانَ، نا حُمَيْدُ بْنُ هِلَالٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّهُمْ كَانُوا جُلُوسًا فَذَكَرُوا مَا يُوجِبُ الْغُسْلَ، فَقَالَ مَنْ حَضَرَ مِنَ الْمُهَاجِرِينَ: إِذَا مَسَّ الْخِتَانُ الْخِتَانَ وَجَبَ الْغُسْلُ، وَقَالَ مَنْ حَضَرَهُ مِنَ الْأَنْصَارِ: لَا حَتَّى يَدْفُقَ قَالَ أَبُو مُوسَى: أَنَا آتِيكُمْ بِالْخَبَرِ، فَقَامَ إِلَى عَائِشَةَ رَضِي اللَّهُ تَعَالَى عَنْهَا فَسَلَّمَ، ثُمَّ قَالَ: إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَيْءٍ وَأنَا أَسْتَحِي مِنْهُ، فَقَالَتْ: لَا تَسْتَحِ أَنْ تَسْأَلَ عَنْ شَيْءٍ تَسْأَلُ عَنْهُ أُمَّكَ الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أنَا أُمُّكَ. قَالَ: قُلْتُ: مَا يُوجِبُ الْغُسْلَ؟ قَالَتْ: عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الْأَرْبَعِ، وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ وَجَبَ الْغُسْلُ»




অনুবাদঃ আবু মূসা আল-আশআরী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তাঁরা বসে ছিলেন এবং কীসের কারণে গোসল ফরয হয় তা নিয়ে আলোচনা করছিলেন। উপস্থিত মুহাজিরগণ বললেন: যখন খিতান খিতানকে স্পর্শ করে, তখনই গোসল ওয়াজিব হয়। আর উপস্থিত আনসারগণ বললেন: না, বীর্যপাত না হওয়া পর্যন্ত নয়। আবু মূসা বললেন: আমি তোমাদের কাছে এ বিষয়ে খবর নিয়ে আসছি। এরপর তিনি আয়িশা রাদিয়াল্লাহু তা‘আলা ‘আনহার নিকট গেলেন এবং সালাম দিলেন। অতঃপর বললেন: আমি আপনাকে এমন কিছু জিজ্ঞেস করতে চাই যা জিজ্ঞেস করতে আমি লজ্জা পাচ্ছি। তিনি বললেন: যে বিষয়ে তুমি তোমার জন্মদাত্রী মাকে জিজ্ঞেস করো, তা জিজ্ঞেস করতে লজ্জা করো না। কেননা আমিও তো তোমাদের মা। (আবু মূসা) বললেন: আমি বললাম: কীসের কারণে গোসল ওয়াজিব হয়? তিনি বললেন: তুমি সঠিক অভিজ্ঞ ব্যক্তির কাছে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন সে তার (স্ত্রীর) চার শাখার মাঝে বসে, আর খিতান খিতানকে স্পর্শ করে, তখন গোসল ওয়াজিব হয়ে যায়।”