الحديث


صحيح ابن خزيمة
Sahih Ibnu Khuzaymah
সহীহ ইবনু খুযাইমাহ





صحيح ابن خزيمة (3066)


3066 - ثنا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْأَشَجُّ، ثنا أَبُو خَالِدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: لَيْسَ مِنْ أَحَدٍ إِلَّا وَعَلَيْهِ حَجَّةٌ وَعُمْرَةٌ وَاجِبَتَانِ لَا بُدَّ مِنْهُمَا فَمَنْ زَادَ بَعْدَ ذَلِكَ خَيْرٌ وَتَطَوُّعٌ




অনুবাদঃ ইবনু উমার (রাদিয়াল্লাহু আনহু) বললেন: এমন কোনো ব্যক্তি নেই যার উপর একটি হজ্জ ও একটি উমরা ওয়াজিব নয়, যা অপরিহার্য। এরপর কেউ এর অতিরিক্ত কিছু করলে, তা কল্যাণ (খাইর) এবং নফল (তাতাওয়্যু) হিসেবে গণ্য হবে।