الحديث


فضائل القرآن للنسائي
Fadailul-Quran lin-Nasa’i
ফাদায়িলুল কুরআন লিন-নাসাঈ





فضائل القرآن للنسائي (125)


125 - أخبرنَا سُلَيْمَان بن عبيد الله قَالَ ثَنَا أَبُو عَامر قَالَ أَنا سُلَيْمَان عَن عمَارَة بن غزيَّة عَن عبد الله بن عَليّ بن حُسَيْن بن عَليّ بن حُسَيْن عَن أَبِيه عَن النَّبِي
وَحدثنَا أَحْمد بن الْخَلِيل قَالَ ثَنَا خَالِد قَالَ حَدثنِي سُلَيْمَان
قَالَ حَدثنِي عمَارَة بن غزيَّة الْأنْصَارِيّ قَالَ سَمِعت عبد الله بن عَليّ بن حُسَيْن يحدث عَن أَبِيه عَن جده قَالَ قَالَ رَسُول الله الْبَخِيل من ذكرت عِنْده فَلم يصل عَليّ




অনুবাদঃ ১২৫ - আহমদ ইবনুল খলিল আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, খালিদ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, সুলাইমান আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন, উমারা ইবনে গাযিয়্যাহ আল-আনসারী আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি আব্দুল্লাহ ইবনে আলী ইবনে হুসাইনকে তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা (আলী বিন আবু তালিব) থেকে বর্ণনা করতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন—প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার ওপর দরুদ পাঠ করল না।

[নোটঃ AI দ্বারা অনূদিত]