الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (2)


2 - أخبرنَا عبد الْملك بن عبد الحميد قَالَ أَنا القعْنبِي عَن مَالك عَن أبي النَّضر عَن عبيد بن حنين عَن أبي سعيد الْخُدْرِيّ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أَمن النَّاس عَليّ فِي صحبته وَمَاله أَبُو بكر وَلَو كنت متخذا خَلِيلًا لاتخذت أَبَا بكر خَلِيلًا وَلَكِن أخوة الْإِسْلَام وَلَا يبْقين فِي الْمَسْجِد خوخة إِلَّا خوخة أبي بكر




অনুবাদঃ ২ - আমাদের আব্দুল মালিক ইবনে আব্দুল হামিদ জানিয়েছেন। তিনি বললেন, আমাদেরকে আল-কা'নাবী জানিয়েছেন মালিক থেকে, তিনি আবুন-নাদর থেকে, তিনি উবাইদ ইবনে হুনাইন থেকে, তিনি আবু সাঈদ আল-খুদরী (রা.) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

"নিশ্চয়ই মানুষের মধ্যে আমার উপর তাঁর সাহচর্য ও সম্পদ দ্বারা সবচেয়ে বেশি অনুগ্রহকারী হলেন আবু বকর (রা.)। যদি আমি কাউকে খলীল (অন্তরঙ্গ বন্ধু) হিসেবে গ্রহণ করতাম, তবে অবশ্যই আবু বকরকে খলীল বানাতাম। কিন্তু (আমাদের সম্পর্ক) ইসলামের ভ্রাতৃত্ব। আর মসজিদে যেন আবু বকরের প্রবেশপথ (খওখা) ছাড়া আর কারো প্রবেশপথ অবশিষ্ট না থাকে।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]