الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (20)


20 - أخبرنَا مُحَمَّد بن يحيى بن عبد الله قَالَ أَنا يَعْقُوب بن إِبْرَاهِيم قَالَ أَنا أبي عَن صَالح عَن ابْن شهَاب قَالَ حَدثنِي أَبُو أُمَامَة بن سهل أَنه سمع أَبَا سعيد الْخُدْرِيّ يَقُول قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ينما أَنا نَائِم رَأَيْت النَّاس يعرضون عَليّ وَعَلَيْهِم قمص مِنْهَا مَا يبلغ الثدي وَمِنْهَا مَا يبلغ دون ذَلِك وَعرض عَليّ عمر بن الْخطاب وَعَلِيهِ قَمِيص يجره قَالُوا فَمَاذَا أولت ذَلِك يَا رَسُول الله قَالَ الدّين




অনুবাদঃ ২০ - আমাদেরকে মুহাম্মাদ বিন ইয়াহইয়া বিন আব্দুল্লাহ খবর দিয়েছেন, তিনি বলেছেন, আমাদের নিকট ইয়া‘কূব বিন ইবরাহীম বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমাদের নিকট আমার পিতা বর্ণনা করেছেন, সালেহ থেকে, তিনি ইবনু শিহাব থেকে, তিনি বলেছেন, আমাকে আবূ উমামা বিন সাহল বর্ণনা করেছেন যে, তিনি আবূ সাঈদ আল-খুদরী (রা.)-কে বলতে শুনেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "একদা আমি ঘুমন্ত ছিলাম, আমি দেখলাম যে লোকেরা আমার সামনে উপস্থিত হচ্ছে, আর তাদের পরিধানে ছিল জামাসমূহ। সেগুলোর কিছু ছিল যা বক্ষ পর্যন্ত পৌঁছাতো, আর কিছু ছিল যা তারচেয়েও নিচে পৌঁছাতো। আর আমার সামনে উমর ইবনুল খাত্তাবকে (রা.) উপস্থিত করা হলো, তার পরিধানে এমন একটি জামা ছিল যা তিনি টেনে নিয়ে যাচ্ছিলেন।" সাহাবীগণ জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসূল, আপনি এর ব্যাখ্যা কী করলেন?" তিনি বললেন, "(তা হলো) দীন (ধর্ম)।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]