فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
فضائل الصحابة للنسائي (44)
44 - أخبرنَا أَحْمد بن سُلَيْمَان قَالَ أَنا يحيى بن آدم قَالَ أَنا إِسْرَائِيل عَن أبي إِسْحَاق قَالَ حَدثنِي حبشِي بن جُنَادَة السَّلُولي قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَليّ مني وَأَنا مِنْهُ وَلَا يُؤَدِّي عني إِلَّا أَنا أَو عَليّ
অনুবাদঃ ৪৪ - আমাদেরকে খবর দিয়েছেন আহমাদ ইবনু সুলাইমান, তিনি বলেছেন: আমাদেরকে জানিয়েছেন ইয়াহইয়া ইবনু আদম, তিনি বলেছেন: আমাদেরকে জানিয়েছেন ইসরাঈল, তিনি আবূ ইসহাক থেকে, যিনি বলেছেন: আমাকে হাদীস শুনিয়েছেন হুবশী ইবনু জুনাদা আস-সালূলী, তিনি বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সাঃ) বলেছেন: আলী আমার থেকে এবং আমি তাঁর থেকে। আর আমার পক্ষ থেকে আমি অথবা আলী ব্যতীত অন্য কেউ (দায়িত্ব) পালন করবে না।
[নোটঃ AI দ্বারা অনূদিত]