الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (60)


60 - أخبرنَا عَليّ بن الْحُسَيْن قَالَ أَنا أُميَّة بن خَالِد قَالَ أَنا شُعْبَة عَن عدي بن ثَابت عَن الْبَراء بن عَازِب قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَالْحسن على عَاتِقه وَهُوَ يَقُول اللَّهُمَّ إِنِّي أحب هَذَا فَأَحبهُ




অনুবাদঃ ৬০ – আমাদেরকে খবর দিয়েছেন আলী ইবনুল হুসাইন, তিনি বলেছেন, আমাদেরকে বর্ণনা করেছেন উমাইয়্যা ইবনে খালিদ, তিনি বলেছেন, আমাদেরকে বর্ণনা করেছেন শু'বা, তিনি আদী ইবনে সাবিত থেকে, তিনি আল-বারাআ ইবনে আযিব (রাঃ) থেকে, তিনি বলেছেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি এমতাবস্থায় যে, হাসান (রাঃ) তাঁর কাঁধের উপরে ছিলেন, আর তিনি বলছিলেন, “হে আল্লাহ! আমি একে ভালোবাসি, অতএব আপনিও তাঁকে ভালোবাসুন।”

[নোটঃ AI দ্বারা অনূদিত]