فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
62 - أخبرنَا إِسْمَاعِيل بن مَسْعُود قَالَ أَنا خَالِد بن الْحَارِث عَن أَشْعَث عَن الْحسن عَن بعض أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَعْنِي أنسا قَالَ لقد رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخْطب وَالْحسن على فَخذه فيتكلم مَا بدا لَهُ ثمَّ يقبل عَلَيْهِ فيقبله فَيَقُول اللَّهُمَّ إِنِّي أحبه فَأَحبهُ قَالَ وَيَقُول إِنِّي لأرجو أَن يصلح بِهِ بَين فئتين من أمتِي
অনুবাদঃ ৬২ – আমাদেরকে খবর দিয়েছেন ইসমাঈল ইবনু মাসঊদ। তিনি বলেছেন, আমাদেরকে বলেছেন খালিদ ইবনুল হারিস, তিনি আশআছ থেকে, তিনি আল-হাসান থেকে, তিনি নবী (সা.)-এর কতিপয় সাহাবী থেকে (অর্থাৎ আনাস (রা.) থেকে) বর্ণনা করেন।
তিনি (আনাস) বলেন, আমি অবশ্যই রাসূলুল্লাহ (সা.)-কে খুতবা দিতে দেখেছি, এমতাবস্থায় হাসান তাঁর উরুর উপর ছিলেন। অতঃপর তিনি (রাসূলুল্লাহ সা.) যা বলার প্রয়োজন মনে করতেন তা বলতেন, তারপর তাঁর (হাসানের) দিকে মনোযোগ দিতেন এবং তাঁকে চুম্বন করতেন। তিনি বলতেন, “হে আল্লাহ! আমি অবশ্যই তাকে ভালোবাসি, অতএব আপনিও তাকে ভালোবাসুন।” তিনি বলেন, আর তিনি (রাসূলুল্লাহ সা.) বলতেন, “আমি অবশ্যই আশা করি যে, তাঁর (হাসানের) দ্বারা আমার উম্মতের দুইটি দলের মধ্যে আল্লাহ আপস মীমাংসা করিয়ে দেবেন।”
[নোটঃ AI দ্বারা অনূদিত]