فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
98 - أخبرنَا مُحَمَّد بن إِسْمَاعِيل بن إِبْرَاهِيم ومُوسَى بن عبد الرَّحْمَن وَاللَّفْظ لَهُ قَالَ أَنا جَعْفَر بن عون عَن أبي عُمَيْس عَن ابْن أبي مليكَة قَالَ سَمِعت عَائِشَة وسئلت من كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مستخلفا لَو اسْتخْلف قَالَت أَبُو بكر ثمَّ قيل لَهَا من بعد أَبُو أبي بكر قَالَت عمر ثمَّ قيل لَهَا من بعد عمر قَالَت أَبُو عُبَيْدَة بن الْجراح ثمَّ انْتَهَت إِلَى ذَا
عُبَيْدَة بن الْحَارِث رَضِي الله عَنهُ
অনুবাদঃ ৯৮ - আমাদেরকে মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম এবং মূসা ইবনে আব্দুর রহমান সংবাদ দিয়েছেন, আর এই শব্দগুলো তাঁরই (মূসার)। তিনি বললেন: আমাদেরকে জা’ফর ইবনে আওন সংবাদ দিয়েছেন, তিনি আবূ উমাইস থেকে, তিনি ইবনে আবী মুলাইকা থেকে। তিনি (ইবনে আবী মুলাইকা) বললেন: আমি আয়েশা (রাদিআল্লাহু আনহা)-কে শুনেছি, যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি (কাউকে) খলীফা নিযুক্ত করতেন, তবে তিনি কাকে নিযুক্ত করতেন? তিনি বললেন: আবূ বকর (রাদিআল্লাহু আনহু)-কে। অতঃপর তাঁকে জিজ্ঞাসা করা হলো: আবূ বকরের পরে কাকে? তিনি বললেন: উমর (রাদিআল্লাহু আনহু)-কে। অতঃপর তাঁকে জিজ্ঞাসা করা হলো: উমরের পরে কাকে? তিনি বললেন: আবূ উবাইদাহ ইবনুল জাররাহ (রাদিআল্লাহু আনহু)-কে। এরপর তিনি এই পর্যন্তই থেমে গেলেন। উবাইদাহ ইবনুল হারিস (রাদিআল্লাহু আনহু)।
[নোটঃ AI দ্বারা অনূদিত]