الحديث


شرح مشكل الآثار
Sharhu Mushkilil-Asar
শারহু মুশকিলিল-আসার





شرح مشكل الآثار (128)


128 - وَوَجَدْنَا أَبَا أُمَيَّةَ قَدْ حَدَّثَنَا , قَالَ: حَدَّثَنَا عَفَّانَ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْجَرِيرِيِّ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ رَجُلٍ مِنْ قَوْمِهِ أَنَّ رَسُولَ اللهِ عَلَيْهِ السَّلَامُ مَرَّ بِهِ، فَقَالَ: " اقْرَأْ فِي صَلَاتِكَ بِالْمُعَوِّذَتَيْنِ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَكَانَ فِيمَا رَوَيْنَا تَحْقِيقُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمَا مِنَ الْقُرْآنِ فَاتَّفَقَ جَمِيعُ مَا رَوَيْنَاهُ عَنْهُ فِي ذَلِكَ لَمَّا صَحَّ وَخَرَجَتْ مَعَانِيهِ وَلَمْ تُخَالِفْ بِشَيْءٍ مِنْهُ شَيْئًا وَاللهَ نَسْأَلُهُ التَّوْفِيقَ
بَابُ بَيَانِ مُشْكِلِ مَا رُوِيَ عَنْ رَسُولِ اللهِ عَلَيْهِ السَّلَامُ فِي السَّبَبِ الَّذِي فِيهِ نَزَلَتْ: {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ} [فصلت: 22] إلَى قَوْلِهِ: {فَمَا هُمْ مِنَ الْمُعْتَبِينَ} [فصلت: 24]




অনুবাদঃ ইয়াযিদ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখখীর (রাহিমাহুল্লাহ)-এর গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর (সেই ব্যক্তির) পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন: "তোমার সালাতে (নামাজে) তুমি মু’আওবিযাতাইন (সূরা ফালাক ও সূরা নাস) পাঠ করো।"

আবু জাফর (রাহিমাহুল্লাহ) বলেন: আমরা যা বর্ণনা করেছি, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই বিষয়টি নিশ্চিতকরণ ছিল যে, এই সূরা দু’টি কুরআনের অংশ। অতএব, এই বিষয়ে তাঁর থেকে আমরা যা কিছু বর্ণনা করেছি, তার সবই সঠিক প্রমাণিত হয়েছে এবং এর অর্থগুলোও প্রকাশিত হয়েছে। এর কোনো কিছুই অন্য কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক নয়। আমরা আল্লাহর কাছে তাওফীক্ব (সফলতা) প্রার্থনা করি।

পরিচ্ছেদ: সেই কারণের ব্যাখ্যা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত সেই বিষয়ে এসেছে, যার কারণে নাযিল হয়েছিল: "আর তোমরা তো গোপন করতে না যে, তোমাদের কান তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে..." (সূরা ফুসসিলাত: ২২) থেকে "...ফলে তারা অনুগ্রহভাজনদের অন্তর্ভুক্ত নয়।" (সূরা ফুসসিলাত: ২৪) পর্যন্ত আয়াতগুলো।