الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1195)


1195 - وَقَالَ: قَالَ لي عَلّي بن عبد الله، حَدثنَا يَحْيَى بن [آدم، حَدثنَا ابْن أبي] زَائِدَة، عَن مُحَمَّد بن أبي الْقَاسِم عَن عبد الْملك بن سعيد بن جُبَير، عَن أَبِيه، عَن ابْن عَبَّاس قَالَ: " خرج رجل من بني سهم مَعَ تَمِيم الدَّارِيّ وعدي بن بداء فَمَاتَ السَّهْمِي بِأَرْض لَيْسَ بهَا مُسلم، فَلَمَّا قدما بِتركَتِهِ فقدوا جَاما من فضَّة مخوّصا [من] ذهب، فَأَحْلفهُمَا رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ ثمَّ وجدوا
الْجَام بِمَكَّة، فَقَالُوا: ابتعناه من تَمِيم وعدي. فَقَامَ رجلَانِ من أَوْلِيَاء [السَّهْمِي] فَحَلفا: لَشَهَادَتنَا أَحَق من شَهَادَتهمَا وَإِن الْجَام لصَاحِبِهِمْ. قَالَ: وَفِيهِمْ نزلت هَذِه الْآيَة {يَا أَيهَا الَّذين آمنُوا شَهَادَة بَيْنكُم} ".




অনুবাদঃ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: বানু সাহম গোত্রের এক ব্যক্তি তামীম আদ-দারী এবং আদী ইবনু বাদ্দা-এর সাথে বের হন। তখন ওই সাহমী (সাহম গোত্রের লোকটি) এমন এক এলাকায় মারা যান, যেখানে কোনো মুসলিম ছিল না।

যখন তারা তার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে ফিরে এলেন, তখন তারা সোনা খচিত একটি রূপার পানপাত্র (جام) অনুপস্থিত পেলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের দু'জনকে (তামীম ও আদীকে) কসম করালেন। এরপর তারা পানপাত্রটি মক্কায় খুঁজে পেলেন। তখন লোকেরা বলল: আমরা এটি তামীম ও আদী-এর কাছ থেকে কিনেছি।

তখন ওই সাহমীর (নিহত ব্যক্তির) অভিভাবকদের মধ্য থেকে দু'জন লোক দাঁড়ালেন এবং কসম করে বললেন: আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্য অপেক্ষা অধিক সত্য এবং এই পানপাত্রটি আমাদের সঙ্গীরই ছিল।

তিনি (ইবনু আব্বাস) বলেন: আর তাদের (এই ঘটনার) ব্যাপারেই আল্লাহ তাআলার এই আয়াতটি নাযিল হয়: {হে মুমিনগণ! তোমাদের মধ্যে সাক্ষ্য (গ্রহণ) করা...}।