الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1211)


1211 - وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ، أَن رَسُول الله قَالَ: " مِن الْكَبَائِر شتم الرجل وَالِديهِ. قَالُوا: يَا رَسُول الله! وَهل يشْتم الرجل وَالِديهِ؟ قَالَ: نعم. يسب أَبَا الرجل، فيسب الرجل أَبَاهُ، ويسب أمه فيسب أمه ".




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কোনো ব্যক্তির তার বাবা-মাকে গালি দেওয়া অন্যতম কবিরা গুনাহ (মহাপাপ)।” সাহাবীগণ বললেন, ‘হে আল্লাহর রাসূল! কোনো ব্যক্তি কি তার নিজ বাবা-মাকে গালি দেয়?’ তিনি বললেন, ‘হ্যাঁ। সে অন্যের পিতাকে গালি দেয়, ফলে সে (অন্য লোকটি) তার পিতাকে গালি দেয়। আর সে অন্যের মাতাকে গালি দেয়, ফলে সে (অন্য লোকটি) তার মাতাকে গালি দেয়।”