المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (1213)
1213 - وَعنهُ أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " إيَّاكُمْ وَالظَّن فَإِن الظَّن أكذب الحَدِيث، [وَلَا تحسسوا] ، وَلَا تجسسوا، وَلَا تنافسوا، وَلَا تَحَاسَدُوا، وَلَا تباغضوا، [وَلَا تدابروا] وَكُونُوا عباد الله إخْوَانًا ".
অনুবাদঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "তোমরা অনুমান করা থেকে দূরে থাকো, কেননা অনুমান হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। আর তোমরা (কারো গোপন বিষয়) অনুসন্ধান করো না, আর গুপ্তচরবৃত্তি করো না, আর তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো না, আর তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, আর তোমরা একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না, আর তোমরা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়ো না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও।"