المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (1233)
1233 - وَعَن أبي مُوسَى، عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " تَعَاهَدُوا هَذَا الْقُرْآن،
فوالذي نَفْس مُحَمَّد بِيَدِهِ لَهو أَشد تفلتا من الْإِبِل فِي عقلهَا ".
অনুবাদঃ আবূ মূসা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা এই কুরআনের নিয়মিত চর্চা করো। সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের জীবন! রশি দিয়ে বাঁধা উট যেমন দ্রুত পালিয়ে যায়, কুরআন তার চেয়েও বেশি দ্রুত বিস্মৃত হয়ে যায়।”