المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (1243)
1243 - وَعنهُ: " أَن رجلا قَالَ للنَّبِي أوصني، قَالَ: لَا تغْضب. فردد مرَارًا، قَالَ: لَا تغْضب ".
অনুবাদঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, "আমাকে উপদেশ দিন।" তিনি বললেন, "ক্রোধ করো না।" সে বারবার তার অনুরোধটি পুনরাবৃত্তি করল, (প্রত্যুত্তরে) তিনি বললেন, "ক্রোধ করো না।"