الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1246)


1246 - وَعَن ابْن عمر قَالَ: " أَخذ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ بمنكبي فَقَالَ: كن فِي الدُّنْيَا كَأَنَّك غَرِيب، أَو عَابِر سَبِيل. فَكَانَ ابْن عمر يَقُول: إِذا أمسيت فَلَا تنْتَظر الصَّباح، وَإِذا أَصبَحت فَلَا تنْتَظر الْمسَاء، وَخذ من صحتك لمرضك، وَمن حياتك لموتك ".




অনুবাদঃ ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরলেন এবং বললেন: তুমি দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত (বিদেশী) অথবা পথচারী মুসাফির।

ইবনু উমর (রাদিয়াল্লাহু আনহু) বলতেন: যখন তুমি সন্ধ্যায় উপনীত হও, তখন সকালের অপেক্ষা করো না; আর যখন তুমি সকালে উপনীত হও, তখন সন্ধ্যার অপেক্ষা করো না। আর তোমার সুস্থতাকে তোমার অসুস্থতার জন্য কাজে লাগাও, এবং তোমার জীবনকে তোমার মৃত্যুর জন্য (প্রস্তুতিতে) কাজে লাগাও।