المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
1265 - وَعنهُ قَالَ، قَالَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ: " من نفّس عَن مُؤمن كربَة من كرب الدُّنْيَا نفّس الله عَنهُ كربَة من كرب يَوْم الْقِيَامَة، وَمن يسّر مُعلى مُعسر يسّر الله عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَة، وَمن ستر مُسلما ستره الله فِي الدُّنْيَا وَالْآخِرَة، وَالله فِي عون العَبْد مَا كَانَ العَبْد فِي عون أَخِيه. وَمن سلك طَرِيقا يلْتَمس فِيهِ علما سهّل الله لَهُ بِهِ طَرِيقا إِلَى الْجنَّة، وَمَا اجْتمع قوم فِي بَيت من بيُوت الله عَزَّ وَجَلَّ يَتلون كتاب الله وَيَتَدَارَسُونَهُ بَينهم، إِلَّا نزلت عَلَيْهِم السكينَة وَغَشِيَتْهُمْ الرَّحْمَة، وَحَفَّتْهُمْ الْمَلَائِكَة وَذكرهمْ الله فِيمَن عِنْده، وَمن أَبْطَأَ بِهِ عمله لم يسْرع بِهِ نسبه ".
অনুবাদঃ যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্টসমূহের মধ্য থেকে কোনো একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো অভাবী (ঋণগ্রস্ত) ব্যক্তির প্রতি সহজতা দেখাবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার প্রতি সহজতা প্রদর্শন করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তাআলাও ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন। যে ব্যক্তি ইলম (জ্ঞান) অর্জনের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। যখনই কোনো কওম (সম্প্রদায়) আল্লাহর ঘরসমূহের (মসজিদসমূহের) কোনো একটিতে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং নিজেরা তা অধ্যয়ন করে, তখন তাদের ওপর অবশ্যই সাকীনাহ (প্রশান্তি) অবতীর্ণ হয়, রহমত তাদের ঢেকে ফেলে, ফেরেশতারা তাদের ঘিরে রাখে, আর আল্লাহ তাআলা তাঁর নিকটস্থদের মাঝে তাদের আলোচনা করেন। আর যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশপরিচয় তাকে এগিয়ে নিতে পারে না।