الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1270)


1270 - وَعَن تَمِيم الدَّارِيّ أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " الدَّين النَّصِيحَة! قُلْنَا لمن يَا رَسُول الله؟ قَالَ: لله، ولكتابه وَلِرَسُولِهِ، ولأئمة الْمُسلمين وعامتهم ".




অনুবাদঃ তামীম আদ-দারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দীন (ধর্ম) হলো নাসীহা (আন্তরিকতা/শুভাকাঙ্ক্ষা)।” আমরা বললাম, “কার জন্য, হে আল্লাহর রাসূল?” তিনি বললেন, “আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিমদের ইমামদের (নেতাদের) জন্য এবং তাদের সাধারণ জনগণের জন্য।”