المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (1291)
1291 - وَعَن ابْن عَبَّاس عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " الشِّفَاء فِي ثَلَاثَة: فِي شرطة محجم، أَو شربة عسل، أَو كَيَّة بِنَار - وأنهى أمتِي عَن الكي " رَوَاهُ البُخَارِيّ.
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আরোগ্য তিনটি জিনিসের মধ্যে রয়েছে: শিঙার (হিজামার) মাধ্যমে সামান্য কেটে দেওয়াতে, অথবা মধু পান করাতে, অথবা আগুন দ্বারা ছেঁকা দেওয়ায়। কিন্তু আমি আমার উম্মতকে ছেঁকা দিতে (দাগানো) নিষেধ করি। (বুখারী)