المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (1300)
1300 - وَعَن ابْن عَبَّاس عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " الْعين حق، وَلَو كَانَ شَيْء سَابق الْقدر سبقته الْعين، وَإِذا استُغسلتم فَاغْسِلُوا " رَوَاهُ مُسلم.
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “বদ নজর (কুনজর) সত্য। আর যদি কোনো জিনিস তাকদীরকে (ভাগ্যলিপিকে) অতিক্রম করতে পারত, তাহলে বদ নজরই তাকে অতিক্রম করত। আর যখন তোমাদেরকে (বদ নজর নিরাময়ের উদ্দেশ্যে) ধৌত করতে বলা হবে, তখন তোমরা ধৌত করবে।”