المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (1302)
1302 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ: " أَن جِبْرِيل أَتَى النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَقَالَ: يَا مُحَمَّد! أشتكيت؟ قَالَ: نعم. فَقَالَ: بِسم الله أرقيك، من كل شَيْء يُؤْذِيك، من شَرّ كل نَفْس، أَو عين حَاسِد، الله يشفيك ".
অনুবাদঃ আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জিবরীল (আলাইহিস সালাম) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন, "হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ (বা কোনো কষ্ট অনুভব করছেন)?" তিনি বললেন, "হ্যাঁ।" তখন তিনি (জিবরীল) বললেন, "আল্লাহর নামে আমি আপনাকে রুকইয়াহ (ঝাড়-ফুঁক) করছি, যা কিছু আপনাকে কষ্ট দেয় তা থেকে, প্রত্যেক আত্মার অনিষ্ট থেকে অথবা হিংসুকের চোখ (বদ নজর) থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন।"