الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (20)


20 - وَعَن أبي ثَعْلَبَة الْخُشَنِي رَضِيَ اللَّهُ عَنْه قَالَ: " قلت يَا رَسُول الله إِنَّا بِأَرْض قوم أهل كتاب أفنأكل فِي آنيتهم؟ قَالَ: لَا تَأْكُلُوا فِيهَا إِلَّا أَن لَا تَجدوا غَيرهَا فاغسلوها ثمَّ كلوا فِيهَا " مُتَّفق عَلَيْهِ.




অনুবাদঃ আবূ সা‘লাবাহ আল-খুশানী (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি বললাম, হে আল্লাহর রসূল! আমরা এমন এক জাতির ভূমিতে অবস্থান করছি যারা আহলে কিতাব (কিতাবধারী জাতি), আমরা কি তাদের বাসন-কোসনে খাবার গ্রহণ করতে পারি?” তিনি বললেন, “তোমরা সেগুলোতে আহার করবে না, তবে যদি তোমরা অন্য কিছু না পাও, তবে সেগুলোকে ধুয়ে নেবে, অতঃপর তাতে খাবে।” (মুত্তাফাকুন আলাইহি)।