المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
44 - وَعنهُ أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " إِذا اسْتَيْقَظَ أحدكُم من نَومه فَلَا يغمس يَده فِي الْإِنَاء حَتَّى يغسلهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا يدْرِي أَيْن باتت يَده " لفظ مُسلم، وَعند البُخَارِيّ: " وَإِذا اسْتَيْقَظَ أحدكُم من نَومه فليغسل يَده قبل أَن يدخلهَا فِي
وضوءه فَإِن أحدكُم لَا يدْرِي أَيْن باتت يَده " وَرَوَى ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَصَححهُ: " إِذا اسْتَيْقَظَ أحدكُم من نوم اللَّيْل فَلَا يدْخل يَده فِي الْإِنَاء حَتَّى يفرغ عَلَيْهِ مرَّتَيْنِ أَو ثَلَاثًا ".
অনুবাদঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হয়, সে যেন তার হাত পাত্রের (পানির) মধ্যে প্রবেশ না করায়, যতক্ষণ না সে তা তিনবার ধৌত করে। কারণ সে জানে না, রাতে তার হাত কোথায় ছিল।” (এ হলো মুসলিমের শব্দ)।
আর বুখারীর বর্ণনায় আছে: “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হয়, তখন সে যেন অজুর পানিতে হাত ঢোকানোর আগে তা ধুয়ে নেয়। কারণ তোমাদের কেউ জানে না, রাতে তার হাত কোথায় ছিল।”
ইবনু মাজাহ ও তিরমিযী কর্তৃক বর্ণিত এবং সহীহ ঘোষিত বর্ণনায় আছে: “যখন তোমাদের কেউ রাতের ঘুম থেকে জাগ্রত হয়, সে যেন পাত্রে হাত না ঢুকায় যতক্ষণ না সে তাতে দুইবার অথবা তিনবার পানি ঢালে (বা হাত ধোয়)।”