المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
60 - وَعَن عَمْرو بن عبسة قَالَ: قلت يَا نَبِي الله حَدثنِي عَن الْوضُوء؟ قَالَ: " مَا مِنْكُم رجل يقرب وضوءه فيتمضمض ويستنشق فينتثر إِلَّا خرت خَطَايَا وَجهه وَفِيه وخياشيمه، ثمَّ إِذا غسل وَجهه كَمَا أمره الله إِلَّا خرت خَطَايَا وَجهه من أَطْرَاف لحيته مَعَ المَاء، ثمَّ يغسل يَدَيْهِ إِلَى الْمرْفقين إِلَّا خرت خَطَايَا يَدَيْهِ من أنامله مَعَ المَاء، ثمَّ يمسح رَأسه إِلَّا خرت خَطَايَا رَأسه من أَطْرَاف شعره مَعَ المَاء ثمَّ يغسل
قَدَمَيْهِ إِلَى الْكَعْبَيْنِ إِلَّا خرت خَطَايَا رجلَيْهِ من أنامله مَعَ المَاء فَإِن هُوَ قَامَ فَصَلى فَحَمدَ الله وَأَثْنَى عَلَيْهِ ومجده بِالَّذِي هُوَ لَهُ أهل وفرّغ قلبه لله عَزَّ وَجَلَّ إِلَّا انْصَرف من خطيئته كَهَيْئَته يَوْم وَلدته أمه " رَوَاهُ مُسلم هَكَذَا، وَرَوَاهُ الإِمَام أَحْمد فِي مُسْنده وَابْن خُزَيْمَة فِي صَحِيحه، وَفِيه " كَمَا أمره الله تَعَالَى " بعد غسل الرجلَيْن.
অনুবাদঃ আমর ইবনু আবাসা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি বললাম, “হে আল্লাহর নবী! আমাকে ওযু সম্পর্কে বলুন।”
তিনি বললেন, “তোমাদের মধ্যে এমন যেই ব্যক্তি নিজের ওযুর পানি নিকটে এনে কুলি করে, নাকে পানি দেয় এবং ঝেড়ে ফেলে (নাসিকা পরিষ্কার করে), তার মুখমণ্ডল, মুখ ও নাকের ছিদ্রের গুনাহসমূহ ঝরে পড়ে যায়। এরপর যখন সে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখমণ্ডলের গুনাহসমূহ পানির সাথে তার দাড়ির প্রান্ত থেকে ঝরে পড়ে যায়। এরপর সে যখন তার দুই হাত কনুই পর্যন্ত ধৌত করে, তখন তার দুই হাতের গুনাহসমূহ পানির সাথে তার আঙুলের প্রান্ত থেকে ঝরে পড়ে যায়। এরপর সে যখন তার মাথা মাসাহ্ করে, তখন তার মাথার গুনাহসমূহ পানির সাথে তার চুলের প্রান্ত থেকে ঝরে পড়ে যায়। এরপর সে যখন তার দুই পা টাখনু পর্যন্ত ধৌত করে, তখন তার দুই পায়ের গুনাহসমূহ পানির সাথে তার আঙুলের প্রান্ত থেকে ঝরে পড়ে যায়। এরপর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে, আর আল্লাহ তাআলার যথাযথ প্রশংসা, গুণগান ও মহিমা ঘোষণা করে এবং একান্তভাবে আল্লাহ আযযা ওয়াজাল-এর জন্য তার অন্তরকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেয় (নিবেদিত করে), তবে সে তার গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়ে প্রত্যাবর্তন করে, যেমন সে ছিল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।”