شرح معاني الآثار
Sharhu Ma’anil-Asar
শারহু মা’আনিল-আসার
وحدثنا أبو بكرة، قال: ثنا أبو عمر الضرير، قال: ثنا حماد سلمة، قال: بن أرسلني ثابت البناني إلى ثمامة بن عبد الله بن أنس الأنصاري؛ ليبعث إليه بكتاب أبي بكر الصديق رضي الله عنه، عنه، الذي كتبه لأنس بن مالك رضي الله عنه حين بعثه مصدقا، قال حماد: فدفعه إلي، فإذا عليه خاتم رسول الله صلى الله عليه وسلم وإذا فيه ذكر فرائض الصدقات، ثم ذكر مثل حديث ابن مرزوق .
অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, হাম্মাদ ইবনে সালামাহ বলেন: সাবিত আল-বুনানী আমাকে ছুমামা ইবনে আবদুল্লাহ ইবনে আনাস আল-আনসারীর নিকট প্রেরণ করলেন, যেন তিনি আবূ বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সেই পত্রটি তাঁর নিকট পাঠিয়ে দেন, যা তিনি আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে যাকাত সংগ্রাহক (মুসাদ্দিক) হিসেবে প্রেরণের সময় লিখেছিলেন। হাম্মাদ বলেন: অতঃপর তিনি (ছুমামা) তা আমার কাছে অর্পণ করলেন। তাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সীলমোহর ছিল এবং তাতে যাকাতের ফরজ বিধানাবলী উল্লেখ ছিল। এরপর তিনি ইবনে মারযূকের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
تحقيق الشيخ لطيف الرحمن البهرائجي القاسمي : إسناده صحيح.