الحديث


شرح معاني الآثار
Sharhu Ma’anil-Asar
শারহু মা’আনিল-আসার





شرح معاني الآثار (6919)


حدثنا يونس، قال: أنا ابن وهب، قال: أخبرني يونس، عن ابن شهاب، قال: نسخة كتاب رسول الله صلى الله عليه وسلم الذي كتب في الصدقة، وهي عند آل عمر بن الخطاب رضي الله عنه، أقرأنيها سالم وعبد الله ابنا ابن عمر رضي الله عنهما، فوعيتها على وجهها، وهي التي نسخ عمر بن عبد العزيز رحمه الله من سالم وعبد الله ابني ابن عمر حين أمر على المدينة وأمر عمَّاله بالعمل بها … ثم ذكر هذا الحديث . قالوا: وقد عمل بذلك عمر بن الخطاب رضي الله عنه. فذكروا في ذلك




অনুবাদঃ ইবনু শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সেই লিখিত পত্রের একটি অনুলিপি, যা তিনি যাকাত (সাদাকাহ) সম্পর্কে লিখেছিলেন, তা উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পরিবারের নিকট সংরক্ষিত ছিল। উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পরিবারের সদস্য সালেম এবং আব্দুল্লাহ, যাঁরা ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর পুত্র ছিলেন, তারা আমাকে তা পাঠ করে শুনিয়েছিলেন, আর আমি তা হুবহু ভালোভাবে মুখস্থ করে নিয়েছিলাম। এই অনুলিপিই উমার ইবনু আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) মদীনার শাসক নিযুক্ত হওয়ার সময় ইবনু উমার-পুত্রদ্বয় সালেম ও আব্দুল্লাহ থেকে নকল করিয়েছিলেন এবং তাঁর কর্মচারীদের তা অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছিলেন... এরপর তিনি সেই হাদীসটি উল্লেখ করেন। বর্ণনাকারীরা বলেন: উমার ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও সেই অনুযায়ী আমল করতেন। আর তারা এ প্রসঙ্গে আরও কিছু বিষয় উল্লেখ করেন।




تحقيق الشيخ لطيف الرحمن البهرائجي القاسمي : إسناده صحيح.