الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1174)


1174 - وَعَن أم سَلمَة قَالَت، قَالَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ: " إِنَّكُم تختصمون إليّ
وَلَعَلَّ بَعْضكُم أَن يكون أَلحن بحجته من بعض فأقضي لَهُ عَلَى نَحْو مِمَّا أسمع مِنْهُ، فَمن قطعت لَهُ من حق أَخِيه شَيْئا فَلَا يَأْخُذهُ فَإِنَّمَا أقطع لَهُ [بِهِ] قِطْعَة من النَّار ".




অনুবাদঃ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা আমার কাছে তোমাদের মোকদ্দমা (বিবাদ) নিয়ে আসো। আর সম্ভবত তোমাদের কেউ কেউ তার যুক্তিতর্কে অপরের চেয়ে বেশি বাকচতুর হয়ে থাকে। ফলে আমি তার শোনা কথার ভিত্তিতে তার পক্ষে ফয়সালা করে দেই। সুতরাং, যার জন্য আমি তার ভাইয়ের অধিকার (হক) থেকে কিছু ফয়সালা করে দেই, সে যেন তা গ্রহণ না করে। কারণ আমি এর মাধ্যমে তার জন্য জাহান্নামের একটি টুকরাই কেটে দেই।”