الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1182)


1182 - وَعَن عقبَة بن الْحَارِث: " أَنه لما تزوج أم يَحْيَى بنت أبي إهَاب فَجَاءَت امْرَأَة سَوْدَاء، فَقَالَت: أرضعتكما؟ قَالَ: فَذكرت ذَلِك للنَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَأَعْرض عني! قَالَ: فتنحيت فَذكرت ذَلِك، فَقَالَ: وَكَيف وَقد زعمت أَنَّهَا أرضعتكما؟ فَنَهَاهُ عَنْهَا "! وَفِي لفظ: " دعها عَنْك "، رَوَاهُ البُخَارِيّ، وَالدَّارَقُطْنِيّ: " دعها عَنْك لَا خير لَك فِيهَا ".




অনুবাদঃ উকবা ইবনুল হারিস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি যখন উম্মু ইয়াহইয়া বিনত আবী ইহাবকে বিবাহ করলেন, তখন একজন কালো মহিলা এসে বলল: "আমি তোমাদের দুজনকেই দুধ পান করিয়েছি?" তিনি বলেন: আমি বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে জানালাম। তিনি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন! তিনি বলেন: আমি সরে গিয়ে (পুনরায়) বিষয়টি জানালাম। তখন তিনি বললেন: "কেমন করে (তুমি তাকে রাখবে)? অথচ সে তো দাবি করেছে যে, সে তোমাদের দুজনকেই দুধ পান করিয়েছে!" অতঃপর তিনি তাকে (স্ত্রীকে) তার থেকে দূরে থাকতে আদেশ দিলেন।

অন্য এক বর্ণনায় আছে: "তাকে তোমার থেকে দূরে রাখো।"

বুখারী এটি বর্ণনা করেছেন, আর দারাকুতনীতে আছে: "তাকে তোমার থেকে দূরে রাখো, তার মধ্যে তোমার জন্য কোনো কল্যাণ নেই।"