الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1183)


1183 - وَعَن أبي هُرَيْرَة: " أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ عرض عَلَى قوم الْيَمين،
فَأَسْرعُوا، فَأمر أَن يُسهم بَينهم فِي الْيَمين أَيهمْ يحلف " رَوَاهُ البُخَارِيّ.




অনুবাদঃ আবূ হুরায়রাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গোত্রের সামনে শপথ (কসম) পেশ করলেন। তখন তারা (শপথ করার জন্য) দ্রুততা দেখালো। ফলে তিনি নির্দেশ দিলেন যে, শপথের ব্যাপারে তাদের মাঝে লটারির মাধ্যমে নির্ধারণ করা হোক, তাদের মধ্যে কে শপথ করবে।