المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
1192 - وَعَن عمرَان بن حُصَيْن، أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " إِن خَيركُمْ قَرْني، ثمَّ الَّذين يَلُونَهُمْ [ثمَّ الَّذين يَلُونَهُمْ، ثمَّ الَّذين يَلُونَهُمْ] قَالَ عمرَان: فَلَا أَدْرِي أقَال رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ بعد قرنه مرَّتَيْنِ، أَو ثَلَاثَة، ثمَّ بعدهمْ قوم يشْهدُونَ وَلَا يستشهدون، ويخونون وَلَا يؤتمنون، وينذرون وَلَا يُوفونَ، وَيظْهر فيهم السّمن ".
অনুবাদঃ ইমরান ইবনু হুসাইন (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম হলো আমার যুগ, অতঃপর যারা তাদের নিকটবর্তী, অতঃপর যারা তাদের নিকটবর্তী।”
ইমরান (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি নিশ্চিত নই যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর যুগের পরে দুইবার নাকি তিনবার (পরবর্তী প্রজন্মের কথা) উল্লেখ করেছেন। অতঃপর তাদের পরে এমন একদল লোক আসবে যারা সাক্ষ্য দেবে, যদিও তাদের সাক্ষ্য চাওয়া হবে না; তারা খেয়ানত করবে এবং তাদের বিশ্বাস করা হবে না; তারা মানত করবে কিন্তু তা পূর্ণ করবে না; আর তাদের মধ্যে স্থূলতা প্রকাশ পাবে।