الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (1193)


1193 - وَعَن عبد الرَّحْمَن بن أبي بكرَة قَالَ، كُنَّا عِنْد رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَقَالَ: " أَلا أنبئكم بأكبر الْكَبَائِر - ثَلَاثًا -: الْإِشْرَاك بِاللَّه وعقوق الْوَالِدين وَشَهَادَة
[الزُّور]- أَو قَول الزُّور - وَكَانَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ مُتكئا فَجَلَسَ فَمَا زَالَ يكررها حَتَّى قُلْنَا: ليته سكت " مُتَّفق عَلَيْهِ، وَاللَّفْظ لمُسلم.




অনুবাদঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম। তিনি বললেন, "আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কাবীরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না?"— একথা তিনি তিনবার বললেন। (সেগুলো হলো): আল্লাহর সাথে শিরক করা; পিতা-মাতার অবাধ্যতা করা; এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া— অথবা তিনি বললেন, মিথ্যা কথা বলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেলান দেওয়া অবস্থায় ছিলেন, অতঃপর তিনি সোজা হয়ে বসলেন। এরপর তিনি তা বারবার বলতেই থাকলেন, এমনকি আমরা (উদ্বেগ ও দয়ার বশে) বললাম, 'যদি তিনি চুপ করতেন।' (মুত্তাফাকুন আলাইহি, শব্দ বিন্যাসটি মুসলিমের।)