المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
1194 - وَعَن عمر بن الْخطاب قَالَ: " إِن أُنَاسًا كَانُوا يؤخذون بِالْوَحْي فِي عهد رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ وَإِن الْوَحْي قد انْقَطع، وَإِنَّمَا نأخذكم الْآن بِمَا ظهر لنا من أَعمالكُم. فَمن أظهر لنا خيرا أمناه وقربناه وَلَيْسَ إِلَيْنَا من سَرِيرَته شَيْء، [الله يُحَاسب سَرِيرَته] وَمن أظهر لنا سوءا لم نَأْمَنهُ وَلم نصدقه، وَإِن قَالَ: إِن سَرِيرَته حَسَنَة " رَوَاهُ البُخَارِيّ.
অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কিছু লোক ওহীর মাধ্যমে (তাদের দোষ-গুণ দ্বারা) বিবেচিত হতেন। কিন্তু ওহী অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেছে। এখন আমরা তোমাদেরকে তোমাদের কর্মের যেটুকু আমাদের নিকট প্রকাশ পায়, তার ভিত্তিতেই বিবেচনা করব। সুতরাং, যে ব্যক্তি আমাদের নিকট ভালো কিছু প্রকাশ করবে, আমরা তাকে বিশ্বাস করব ও তাকে আমাদের নিকটবর্তী করব। তার ভেতরের (গোপন) বিষয়ে আমাদের কিছুই করার নেই, আল্লাহই তার ভেতরের হিসাব নিবেন। আর যে ব্যক্তি আমাদের নিকট খারাপ কিছু প্রকাশ করবে, আমরা তাকে বিশ্বাস করব না এবং তাকে সত্যবাদী বলে মান্য করব না, যদিও সে বলে যে তার ভেতরটা ভালো।