المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
124 - عَن عَائِشَة رَضِيَ اللَّهُ عَنْها قَالَت: " كَانَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ إِذا اغْتسل من الْجَنَابَة يبْدَأ فَيغسل يَدَيْهِ ثمَّ يفرغ بِيَمِينِهِ عَلَى شِمَاله فَيغسل فرجه ثمَّ يتَوَضَّأ وضوءه للصَّلَاة ثمَّ يَأْخُذ المَاء فَيدْخل أَصَابِعه فِي أصُول الشّعْر حَتَّى إِذا رَأَى أَن قد اسْتَبْرَأَ حفن عَلَى رَأسه ثَلَاث حفنات ثمَّ أَفَاضَ عَلَى سَائِر جسده ثمَّ غسل رجلَيْهِ " مُتَّفق عَلَيْهِ، وَهَذَا لفظ مُسلم. وَفِي لفظ: " أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ اغْتسل من الْجَنَابَة فَبَدَأَ
فَغسل كفيه ثَلَاثًا ". وَفِي لفظ لَهما: " ثمَّ يخلل بِيَدِهِ شعره "، وَفِي لفظ للْبُخَارِيّ: " حَتَّى إِذا ظن أَنه قد أروى بَشرته أَفَاضَ عَلَيْهِ المَاء ثَلَاث مَرَّات ".
অনুবাদঃ আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাত (নাপাকি) থেকে গোসল করতেন, তখন তিনি প্রথমে তাঁর উভয় হাত তিনবার ধৌত করতেন। এরপর ডান হাত দ্বারা বাম হাতের ওপর পানি ঢালতেন এবং নিজের লজ্জাস্থান ধৌত করতেন। অতঃপর তিনি সালাতের জন্য যেভাবে ওযু করতেন, সেভাবে ওযু করতেন। এরপর তিনি পানি নিয়ে আঙ্গুলগুলো দ্বারা চুলের গোড়ায় প্রবেশ করাতেন এবং হাত দ্বারা চুল খিলাল করতেন। এমনকি যখন তিনি নিশ্চিত হতেন যে, (পানি) চুলের গোড়ায় পৌঁছে গেছে এবং চামড়া ভিজেছে, তখন তিনি তাঁর মাথায় তিন আজলা পানি ঢালতেন। এরপর তিনি অবশিষ্ট সমস্ত শরীরে পানি ঢালতেন। অতঃপর তিনি তাঁর উভয় পা ধৌত করতেন।