الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (139)


139 - وَعَن أنس بن مَالك: " أَن الْيَهُود كَانُوا إِذا حَاضَت الْمَرْأَة فيهم لم يؤاكلوها وَلم يجامعوها فِي الْبيُوت، فَسَأَلَ أَصْحَاب النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ، فَأنْزل الله تَعَالَى: {ويسألونك عَن الْمَحِيض قل هُوَ أَذَى فاعتزلوا النِّسَاء فِي الْمَحِيض} إِلَى آخر الْآيَة. فَقَالَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ: اصنعوا كل شَيْء إِلَّا النِّكَاح " رَوَاهُ مُسلم.




অনুবাদঃ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইয়াহুদিরা এমন ছিল যে, যখন তাদের কোনো নারী ঋতুমতী হতো, তখন তারা তার সঙ্গে আহার করত না এবং একই ঘরে তার সঙ্গে বসবাসও করত না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ তা‘আলা এ আয়াত নাযিল করলেন: “আর তারা তোমাকে হায়েয (ঋতুস্রাব) সম্পর্কে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও, তা কষ্ট (অপবিত্রতা)। সুতরাং তোমরা হায়েযকালে স্ত্রীদের থেকে দূরে থাকো...” (শেষ আয়াত পর্যন্ত)। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “নিকাহ (সহবাস/যৌন মিলন) ব্যতীত তোমরা সবকিছুই করতে পারো।”