الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (144)


144 - وَعَن أنس " أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ لما حلق رَأسه كَانَ أَبُو طَلْحَة أول من أَخذ من شعره " هَكَذَا رَوَاهُ البُخَارِيّ، وَرَوَاهُ مُسلم وَلَفظه: " أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ ناول
الحالق شقة الْأَيْمن فحلقه، ثمَّ دَعَا أَبَا طَلْحَة فَأعْطَاهُ إِيَّاه، ثمَّ نَاوَلَهُ الشق الْأَيْسَر فَقَالَ: احْلق فحلقه، فَأعْطَاهُ أَبَا طَلْحَة، فَقَالَ: اقسمه بَين النَّاس ".




অনুবাদঃ আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাঁর মাথা মুণ্ডন করলেন, তখন আবূ তালহা সর্বপ্রথম তাঁর চুল নিলেন।

আর মুসলিমের বর্ণনায় রয়েছে: নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজ্জামের দিকে তাঁর ডান পাশ বাড়িয়ে দিলেন, ফলে সে তা মুণ্ডন করল। অতঃপর তিনি আবূ তালহাকে ডাকলেন এবং তাঁকে তা দিলেন। এরপর তিনি তাঁর বাম পাশ বাড়িয়ে দিলেন এবং বললেন, "মুণ্ডন কর।" ফলে সে তা মুণ্ডন করল। অতঃপর তিনি আবূ তালহাকে তা দিলেন এবং বললেন, "এটা মানুষের মাঝে বণ্টন করে দাও।"