الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (162)


162 - وَعَن رَافع بن خديج قَالَ، قَالَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ: " أَصْبحُوا بالصبح فَإِنَّهُ أعظم لأجوركم، أَو أعظم لِلْأجرِ " رَوَاهُ أَحْمد، وَأَبُو دَاوُد، وَابْن مَاجَه، وَالتِّرْمِذِيّ، وَصَححهُ، وَالنَّسَائِيّ، وَأَبُو حَاتِم، وَابْن حبَان، وَرَوَاهُ الطَّحَاوِيّ وَلَفظه: " أسفروا بِالْفَجْرِ فَكلما أسفرتم فَهُوَ أعظم لِلْأجرِ - أَو قَالَ - لأجوركم ".




অনুবাদঃ রাফি‘ বিন খাদীজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা ফজর (সালাত) উজ্জ্বল করে আদায় করো। কেননা, তা তোমাদের পুরস্কারের (সওয়াবের) জন্য বেশি মহৎ, অথবা তিনি বলেছেন, পুরস্কারের জন্য বেশি মহৎ।”

ত্বাহাবী (রহ.)-এর বর্ণনার শব্দ হলো: “তোমরা ফজরকে উজ্জ্বল করে আদায় করো। তোমরা যত উজ্জ্বল করে আদায় করবে, ততই পুরস্কারের জন্য মহৎ হবে – অথবা তিনি বলেছেন – তোমাদের পুরস্কারের জন্য।”