الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (163)


163 - وَعَن أبي هُرَيْرَة رَضِيَ اللَّهُ عَنْه، عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ: " إِذا اشْتَدَّ الْحر
فأبردوا بِالصَّلَاةِ فَإِن شدَّة الْحر من فيح جَهَنَّم، واشتكت النَّار إِلَى رَبهَا فَقَالَت: [يَا رب] أكل بَعْضِي بَعْضًا! فَأذن لَهَا بنفسين: نَفْس فِي الشتَاء، وَنَفس فِي الصَّيف، فَهُوَ أَشد مَا تَجِدُونَ من الْحر وَأَشد مَا تَجِدُونَ من الزَّمْهَرِير " مُتَّفق عَلَيْهِ.




অনুবাদঃ আবূ হুরায়রাহ্‌ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যখন গরম তীব্র হয়, তখন সালাত (যোহর) ঠান্ডা করে (দেরি করে) পড়ো। কারণ তীব্র গরম হলো জাহান্নামের নিঃশ্বাসের (ফেইহ) ফল। আর আগুন তার রবের কাছে অভিযোগ করে বললো: ‘হে আমার রব! আমার কিছু অংশ যেনো অন্য কিছু অংশকে খেয়ে ফেলছে!’ তখন তিনি তাকে দু’টি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন—একটি শীতকালে এবং একটি গ্রীষ্মকালে। তোমরা যে তীব্র গরম অনুভব করো, তা এর ফল, আর তোমরা যে তীব্র ঠাণ্ডা (যামহারীর) অনুভব করো, তাও এর ফল।" (মুত্তাফাকুন আলাইহি)