الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (166)


166 - وَعَن عَائِشَة رَضِيَ اللَّهُ عَنْها قَالَت: " أعتم رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ ذَات لَيْلَة حَتَّى ذهب عَامَّة اللَّيْل وَحَتَّى نَام أهل الْمَسْجِد ثمَّ خرج فَصَلى فَقَالَ: إِنَّه لوَقْتهَا
لَوْلَا أَن أشق عَلَى أمتِي ". وَفِي رِوَايَة: لَوْلَا أَن يشق، رَوَاهُ مُسلم.




অনুবাদঃ আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশার সালাত আদায় করতে এত দেরি করলেন যে, রাতের অধিকাংশ অংশ চলে গেল এবং মসজিদের লোকেরা ঘুমিয়ে পড়ল। অতঃপর তিনি বের হয়ে সালাত আদায় করলেন এবং বললেন: "নিশ্চয়ই এটিই এর (ইশার) সঠিক সময়, যদি না আমি আমার উম্মতের জন্য কষ্টকর হওয়ার ভয় করতাম।" অন্য এক বর্ণনায় আছে, "যদি তা কষ্টকর না হতো।" (মুসলিম)।