المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
المحرر في الحديث (181)
181 - وَعَن أنس قَالَ: " لما كثر النَّاس ذكرُوا أَن يُعلموا وَقت الصَّلَاة بِشَيْء يعرفونه فَذكرُوا أَن يوروا نَارا أَو يضْربُوا ناقوساً فأُمر بِلَال أَن يشفع الْأَذَان ويوتر الْإِقَامَة " مُتَّفق عَلَيْهِ، زَاد البُخَارِيّ: " إِلَّا الْإِقَامَة ".
অনুবাদঃ আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: যখন লোকসংখ্যা বৃদ্ধি পেল, তখন তারা সালাতের (নামাজের) সময় জানানোর জন্য এমন কিছু নিয়ে আলোচনা করলেন যা দ্বারা তারা সময় জানতে পারে। অতঃপর তারা আগুন জ্বালানো কিংবা নাকুস (ঘণ্টা) বাজানোর কথা আলোচনা করলেন। এরপর বিলাল (রাদিয়াল্লাহু আনহু)-কে আদেশ করা হলো যেন তিনি আযানের শব্দগুলো জোড় সংখ্যায় (মুশাফ্ফা') এবং ইকামাতের শব্দগুলো বেজোড় সংখ্যায় (মুওতারা) বলেন। বুখারীর অতিরিক্ত বর্ণনায় রয়েছে: "তবে ইক্বামাত ব্যতীত।"