الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (215)


215 - عَن أبي هُرَيْرَة رَضِيَ اللَّهُ عَنْه: " أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ دخل الْمَسْجِد فَدخل رجل فَصَلى ثمَّ جَاءَ فَسلم عَلَى النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَرد عَلَيْهِ السَّلَام فَقَالَ: ارْجع فصل فَإنَّك لم تصل، فَصَلى، ثمَّ جَاءَ فَسلم عَلَى النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَقَالَ: ارْجع فصل فَإنَّك لم
تصل - ثَلَاثًا، فَقَالَ: وَالَّذِي بَعثك بِالْحَقِّ نَبيا مَا أحسن غَيره فعلمني، قَالَ: إِذا قُمْت إِلَى الصَّلَاة فأسبغ الْوضُوء ثمَّ اسْتقْبل الْقبْلَة فَكبر ثمَّ اقْرَأ مَا تيَسّر مَعَك من الْقُرْآن ثمَّ اركع حَتَّى تطمئِن رَاكِعا ثمَّ ارْفَعْ حَتَّى تعتدل قَائِما ثمَّ اسجد حَتَّى تطمئِن سَاجِدا ثمَّ ارْفَعْ حَتَّى تطمئِن جَالِسا ثمَّ اسجد حَتَّى تطمئِن سَاجِدا ثمَّ ارْفَعْ حَتَّى تطمئِن جَالِسا ثمَّ افْعَل ذَلِك فِي صَلَاتك كلهَا " مُتَّفق عَلَيْهِ، وَهَذَا لفظ البُخَارِيّ.




অনুবাদঃ আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তখন এক ব্যক্তি প্রবেশ করে সালাত (নামায) আদায় করলো। এরপর সে এসে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো। তিনি তার সালামের উত্তর দিলেন এবং বললেন, "ফিরে যাও এবং সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি।" সে ফিরে গিয়ে সালাত আদায় করলো। এরপর এসে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো। তিনি বললেন, "ফিরে যাও এবং সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি।" — এভাবে তিনবার বললেন। লোকটি বললো, "সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্যসহ নাবী হিসেবে প্রেরণ করেছেন, আমি এর চাইতে ভালোভাবে আদায় করতে জানি না। সুতরাং আমাকে শিখিয়ে দিন।" তিনি বললেন, "যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, তখন ভালোভাবে উযু (ওযু) করো। এরপর কিবলার দিকে মুখ করো এবং তাকবীর (আল্লাহু আকবার) বলো। এরপর কুরআন থেকে যা তোমার জন্য সহজ, তা পাঠ করো। এরপর রুকূ করো যতক্ষণ না রুকূতে স্থির হও। এরপর উঠে দাঁড়াও যতক্ষণ না সোজা হয়ে স্থির হও। এরপর সিজদা করো যতক্ষণ না সিজদায় স্থির হও। এরপর উঠে বসো যতক্ষণ না স্থিরভাবে বসো। এরপর সিজদা করো যতক্ষণ না সিজদায় স্থির হও। এরপর উঠে বসো যতক্ষণ না স্থিরভাবে বসো। এরপর তোমার সমস্ত সালাতে এভাবেই করো।"