الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (216)


216 - وَعَن مُحَمَّد بن عَمْرو بن عَطاء: " أَنه كَانَ جَالِسا مَعَ نفر من أَصْحَاب النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَذَكرنَا صَلَاة النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فَقَالَ أَبُو حميد السَّاعِدِيّ: أَنا كنت أحفظكم لصَلَاة رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ رَأَيْته إِذا كبر جعل يَدَيْهِ حَذْو مَنْكِبَيْه وَإِذا ركع أمكن يَدَيْهِ من رُكْبَتَيْهِ ثمَّ هصر ظَهره فَإِذا رفع رَأسه اسْتَوَى حَتَّى يعود كل فقار مَكَانَهُ، فَإِذا سجد وضع يَدَيْهِ غير مفترش وَلَا قابضهما واستقبل بأطراف أَصَابِع رجلَيْهِ الْقبْلَة، فَإِذا جلس فِي الرَّكْعَتَيْنِ جلس عَلَى رجله الْيُسْرَى وَنصب الْيُمْنَى، وَإِذا جلس فِي الرَّكْعَة الْآخِرَة قدم رجله الْيُسْرَى وَنصب الْأُخْرَى وَقعد عَلَى مقعدته " رَوَاهُ البُخَارِيّ.




অনুবাদঃ মুহাম্মদ ইবনু আমর ইবনু আতা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীর সাথে বসা ছিলেন। তখন তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত (নামাজ) নিয়ে আলোচনা করলেন। তখন আবূ হুমাইদ আস-সা'ইদী রাদিয়াল্লাহু আনহু বললেন: আমি তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে সবচেয়ে বেশি অবগত ছিলাম। আমি তাঁকে দেখেছি, যখন তিনি তাকবীর দিতেন, তখন তাঁর হাত দুটি কাঁধ বরাবর রাখতেন। আর যখন তিনি রুকূ করতেন, তখন তাঁর হাত দুটি হাঁটুতে দৃঢ়ভাবে রাখতেন এবং তাঁর পিঠ সোজা রাখতেন। আর যখন তিনি তাঁর মাথা (রুকূ থেকে) উঠাতেন, তখন তিনি সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতেন, যতক্ষণ না মেরুদণ্ডের প্রতিটি জোড়া তার নিজ নিজ স্থানে ফিরে আসত। এরপর যখন তিনি সিজদা করতেন, তখন তিনি তাঁর হাতদ্বয় (জমিনে) বিছিয়ে না দিয়ে এবং মুষ্টিবদ্ধ না করে স্থাপন করতেন এবং তাঁর পায়ের আঙ্গুলের অগ্রভাগ কিবলামুখী করতেন। আর যখন তিনি দুই রাক'আত শেষে বসতেন, তখন তিনি তাঁর বাম পায়ের উপর বসতেন এবং ডান পা খাড়া করে রাখতেন। আর যখন তিনি শেষ রাক'আতে বসতেন, তখন তিনি তাঁর বাম পা সামনে বাড়িয়ে দিতেন এবং ডান পা খাড়া রাখতেন এবং নিতম্বের উপর ভর করে বসতেন। (বর্ণনা করেছেন বুখারী)।