الحديث


المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস





المحرر في الحديث (224)


224 - وَرَوَى عَن وَائِل بن حجر: " أَنه رَأَى النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ رفع يَدَيْهِ حِين دخل فِي الصَّلَاة كبر حِيَال أُذُنَيْهِ ثمَّ التحف بِثَوْبِهِ ثمَّ وضع يَده الْيُمْنَى عَلَى الْيُسْرَى، فَلَمَّا أَرَادَ أَن يرْكَع أخرج يَدَيْهِ من الثَّوْب ثمَّ رفعهما ثمَّ كبر فَرَكَعَ فَلَمَّا قَالَ: سمع الله لمن حَمده رفع يَدَيْهِ، فَلَمَّا سجد سجد بَين كفيه ".




অনুবাদঃ ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দেখেছেন যে, তিনি যখন সালাতে প্রবেশ করলেন, তখন তাকবীর বলার সময় তাঁর কান বরাবর উভয় হাত উত্তোলন করলেন। এরপর তিনি তাঁর কাপড় দিয়ে নিজেকে আবৃত করলেন এবং তাঁর ডান হাত বাম হাতের উপর রাখলেন। অতঃপর যখন তিনি রুকু করতে চাইলেন, তখন কাপড় থেকে হাত বের করলেন, এরপর হাত উত্তোলন করলেন, অতঃপর তাকবীর বললেন এবং রুকু করলেন। আর যখন তিনি ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বললেন, তখনও উভয় হাত উত্তোলন করলেন। আর যখন তিনি সিজদা করলেন, তখন তাঁর দুই হাতের তালুর মাঝখানে সিজদা করলেন।