المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
223 - وَعَن مَالك بن الْحُوَيْرِث: " أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ كَانَ إِذا كبر رفع يَدَيْهِ حَتَّى يُحَاذِي بهما أُذُنَيْهِ، وَإِذا ركع رفع يَدَيْهِ حَتَّى يُحَاذِي بهما أُذُنَيْهِ، وَإِذا رفع رَأسه من الرُّكُوع فَقَالَ: سمع الله لمن حَمده، فعل مثل ذَلِك " رَوَاهُ مُسلم وَفِي رِوَايَة لَهُ: " حَتَّى يُحَاذِي بهما فروع أُذُنَيْهِ ".
অনুবাদঃ মালিক ইবনু হুওয়াইরিছ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন, তখন উভয় হাত কানদ্বয়ের বরাবর হওয়া পর্যন্ত উঠাতেন। আর যখন রুকূতে যেতেন, তখনও উভয় হাত কানদ্বয়ের বরাবর হওয়া পর্যন্ত উঠাতেন। আর যখন রুকূ থেকে মাথা উঠিয়ে 'সামিআল্লাহু লিমান হামিদা' বলতেন, তখনও তিনি অনুরূপ করতেন। হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। তাঁর অন্য এক বর্ণনায় আছে, "হাত কানদ্বয়ের উপরিভাগের (অগ্রভাগের) বরাবর হওয়া পর্যন্ত উঠাতেন।"