المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
236 - وَعَن أبي قَتَادَة قَالَ: " كَانَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ يُصَلِّي بِنَا فَيقْرَأ فِي الظّهْر وَالْعصر فِي الرَّكْعَتَيْنِ الْأَوليين بِفَاتِحَة الْكتاب وسورتين ويسمعنا الْآيَة أَحْيَانًا،
وَكَانَ يطوِّل الرَّكْعَة الأولَى من الظّهْر وَيقصر الثَّانِيَة وَيقْرَأ فِي الرَّكْعَتَيْنِ الْأُخْرَيَيْنِ بِفَاتِحَة الْكتاب " مُتَّفق عَلَيْهِ. وَاللَّفْظ لمُسلم، وَفِي رِوَايَة البُخَارِيّ: " وَكَانَ يطول الأولَى من صَلَاة الْفجْر وَيقصر فِي الثَّانِيَة ".
অনুবাদঃ আবূ ক্বাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করতেন। তিনি যুহ্র ও আসর সালাতের প্রথম দুই রাকাআতে সূরা ফাতিহা এবং আরও দুটি সূরা পড়তেন। তিনি কখনো কখনো আমাদেরকে কোনো কোনো আয়াত শোনাতেন। তিনি যুহরের প্রথম রাকাআত দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকাআতটি সংক্ষিপ্ত করতেন। আর শেষ দুই রাকাআতে শুধু সূরা ফাতিহা পড়তেন। বুখারীর অপর এক বর্ণনায় আছে, 'তিনি ফজরের প্রথম রাকাআত দীর্ঘ করতেন এবং দ্বিতীয়টি সংক্ষিপ্ত করতেন'।