حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
حلية الأولياء (124)
• حدثنا محمد بن أحمد بن الحسن ثنا بشر بن موسى ثنا الحميدي ثنا سفيان ثنا جعفر بن برقان عن ثابت بن الحجاج قال قال عمر بن الخطاب: زنوا أنفسكم قبل أن توزنوا، وحاسبوها قبل أن تحاسبوا، فإنه أهون عليكم في الحساب غدا أن تحاسبوا أنفسكم، وتزينوا للعرض الأكبر {(يومئذ تعرضون لا تخفى منكم خافية)}.
অনুবাদঃ উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: তোমরা তোমাদের নিজেদেরকে মেপে নাও তোমাদেরকে মাপা হওয়ার পূর্বে, এবং তোমরা তোমাদের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়া হওয়ার পূর্বে। কেননা তোমরা যদি নিজেদের হিসাব নিজেরাই নিয়ে নাও, তবে আগামীকালের হিসাবে তোমাদের জন্য তা সহজ হবে। আর তোমরা নিজেদেরকে মহা প্রদর্শনের জন্য প্রস্তুত করো। (সেদিন তোমাদেরকে (আল্লাহর সামনে) পেশ করা হবে; তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না।)